Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

মায়ের ভালোবাসা

  স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি

বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।

:হটাৎ

:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে

জোরে কান্না করতে লাগলো।

:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই

ঘুম ভেঙ্গে গেলো।

স্বামী বললেন,

ওকে একটু থামাও.....!

আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে

নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।

কিছুক্ষন পর ,

বাচ্চাটির বাবা বিছানা থেকে

উঠে ঘর থেকে

বের হয়ে গেলেন।

কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে

ফিরে এলেন

আর

বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস

করলেন,

কোথায় গেছিলে ?

তিনি বললেন ,

:মায়ের কবরটা দেখতে

গিয়েছিলাম।

:বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,

:এত রাতে কেন ?

:সে উত্তর দিল ,

আমাদের বাচ্চাটি যখন

কাঁদতেছিলো

তখন আমার খুব বিরক্ত লাগছিল।

:কিন্তূ

:তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে

করতে

হাটতেছ।

কারন,

তুমি তার মা।

:তখনি মনে পরে গেলো।

:হয়তো , আমি যখন ছোট ছিলাম

তখন

আমার মা ও আমাকে এভাবেই যত্ন

করেছিলেন।

:তাই মাকে দেখতে গেছিলাম।

:আজ আমি মায়ের যত্নে এত বড়

হয়েছি। কিন্তু

জানি না মা আমার সেখানে

কতটুকু যত্নে

আছেন।

:পৃথিবীতে মা একমাত্র আপন।

:হে আল্লাহ্ আপনি আমাদের মা

বাবার

সেবা করার তৌফিক দিন।

যাদের মা বাবা পৃথিবী তে নেই

তাঁদের কে জান্নাত বাসি করুন। আর যাদের মা-বাবা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করুন (আমীন)


Post a Comment

0 Comments