Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

র্যাম(ram ) ও রম (rom )

রেম (Ram)

Ram একটি অস্থায়ী মেমোরি । আমরা যে ডাটাগুলো ইনপুট করি তা প্রথমে রেমে জমা হয় । এরপর প্রসেসর র্যাম থেকে ডাটা নিয়ে প্রসেস করে । আবার রেমে দিয়ে দেয় । এরপর আমরা মনিটরে দেখতে পাই । কম্পিউটার অফ করলে সকল ডাটা মুছে যায় ।রেম এর ধারণক্ষমতা 4 গিগাবাইট বা তদূর্ধ্ব হতে পারে ।

রম (ROM)

কম্পিউটারের যে অংশ কোম্পানি কর্তৃক দেওয়া থাকে যার নির্দেশনায় কম্পিউটার পরিচালিত হয় , সেই অংশকে রম বলে ।। কম্পিউটার অন করার সাথে সাথে রম প্রত্যকটি হার্ডওয়ার চেক করতে থাকে এবং হার্ডডিস্ক হতে অপারেটিং সিস্টেম এনে কাজের পরিবেশ সৃষ্টি করে । যদি কোন হার্ডওয়ার না পাই তবে তা সংকেত দিয়ে থাকে

রেম (RAM)ও রম(ROM) এর মধ্যে পার্থক্য দেওয়া হল :

RAM:

১.ram এর পূর্ণরূপ হচ্ছে random Access memory

২.ram এ ডাটা রিড ও রাইট উভয় করা যায় ।

৩.Ram কে অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়

ROM:

১. ROM এর পূর্ণরূপ হচ্ছে read only memory.

২. ROM এর তথ্য শুধুমাত্র পড়া যায় ।

৩. এটির non-volatile মেমোরি ।

৪. এটি স্থায়ী মেমোরি (permanent memory)হিসেবে ব্যবহার করা হয় ।



Post a Comment

0 Comments