Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির পার্থক্য

 প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির পার্থক্য দেওয়া হল:

প্রাইমারি মেমোরি:

১.যে স্টোরেজ ডিভাইস এর প্রোগ্রাম সরাসরি মাইক্রোপ্রসেসর দ্বারা এক্সিকিউট হয় সে  স্টোরেজ ডিভাইসকে প্রাইমারি মেমোরি বলে ।

২. প্রাইমারি মেমোরির সাথে alu এর সরাসরি সংযোগ থাকে ।

৩. রেম ram ও রম romহলো প্রাইমারি মেমোরি ।

৪. এটি অস্থায়ী মেমোরি

সেকেন্ডারি মেমোরি (secondary memory)

১. যে সমস্ত স্তরেজ ডিভাইস এর গতি ধীর এবং প্রচুর পরিমাণে ডাটা,ফাইল,প্রোগ্রাম জমা রাখা যায় সে সমস্ত ডিভাইসকে সেকেন্ডারি মেমোরি বলা হয় ।

২. এ মেমোরির সাথে এ এল ইউ এর সাথে সরাসরি সংযোগ থাকে না ।

৩. হার্ডডিস্ক ফ্লপি ডিস্ক হলো সেকেন্ডারি মেমোরি ।

৪. এটি স্থায়ী মেমোরি ।


Post a Comment

2 Comments