ফার্মওয়্যার (firmware )
ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম,যাকে কম্পিউটার তৈরি সময়ে কম্পিউটারের মেমোরিতে রোমে স্থায়ীভাবে ধারণ করে দেওয়া হয় ।এজাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায় ।কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এজাতীয় প্রোগ্রামকে কোনরূপ পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না ।যেমন কম্পিউটার রান করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশ কিছু তথ্য দেখা যায় । এগুলো ফার্মওয়্যারের আউটপুট । ফার্মওয়্যার যেসব কাজ করে থাকে সেগুলো হলো ।
- কম্পিউটার মেমোরি প্রদর্শন করে ।
- নির্দেশনাবলী বা ডাটা লোড করে
- প্রোগ্রাম রান করে ।

0 Comments