প্রধান মেমোরি:
যে স্মৃতির সাথে alu এর প্রত্যক্ষ সংযোগ থাকে, তাকে প্রধান মেমোরি বলে। অত্যন্ত দ্রুত গণনা করতে সক্ষম alu এর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ থাকায় প্রধান মেমোরি কেউ অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হতে হয় । যেসব তথ্য ও নির্দেশ সর্বদা প্রয়োজন তাদের প্রধান মেমোরি তে রাখা হয় । এছাড়া alu যখন যে গণনা করে তার জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ সহায়ক স্মৃতি থেকে এনে সাময়িকভাবে প্রধান মেমোরি তে রাখা হয় । গণনা শেষ হওয়ার পর তাদের আবার সহায়ক স্মৃতিতে সরিয়ে দেওয়া হয় । প্রধান মেমোরি তিন ধরনের যথা, অভ্যান্তরীণ, বহিঃস্থ ও পঠন লিখন স্মৃতি বাড়ি ড্রাইভ মেমোরি ।

0 Comments