Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

রাউটার কি

রাউটার 

 রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে, তা নির্ধারণ করে। এই প্রক্রিয়াকে রাউটিং বলে। এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডাটা প্যাকেট নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইস কে বলা হয় রাউটার। রাউটার সম্প্রচার অঞ্চল (broadcast domain) কে এমন ভাবে ভেঙ্গে ফেলে যাতে একটি নেটওয়ার্ক অংশের অধীনে থাকা সকল ডিভাইস ওই নেট ওয়ার্ক অংশের জন্য প্রেরিত সম্প্রচার পড়তে এবং প্রক্রিয়াজাত করতে পারে।


সহজ ভাষায় ,আমরা রাউটার বলতে বুঝি যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে ব্রডব্যান্ড নেট সংযোগ স্থাপন করে এক সাথে একাধিক ব্যবহারকারী কম্পিউটার বা মোবাইলে তার বিহীন ওয়াইফাই নেট ব্যবহার করতে পারি তাকেই রাউটার বলে ।

Post a Comment

0 Comments