মেয়ের ফ্যামিলি : দেনমোহর কিন্তু একদাম ১০ লক্ষ টাকা দিতে হবে।
ছেলের ফ্যামিলি : একটু কম হবে না?
মেয়ের ফ্যামিলি : না না, কম হবে না। মেয়ে দেখছেন? গায়ের রং ফর্সা, স্বাস্থবতী, দেখতে সুন্দর। এরকম মেয়ে আর কই পাবেন?
ছেলের ফ্যামিলি : ছেলের নতুন চাকরি, তার তো ৫ লাখ দেবার সামর্থ্যও নেই। তবুও বলছি ৫ লাখ দিলে চলবে?
মেয়ের ফ্যামিলি : মাথা খারাপ! আজ কাল রিকশাওয়ালার মেয়েরেও ৫ লাখ দেয়। সেখানে আমাদের সুন্দরী মেয়েরে ৫ লাখ!!
ছেলের ফ্যামিলি : আরেকবার ভেবে দেখবেন?
মেয়ের ফ্যামিলি : আগেরজন ৮ লাখ বলে গেছে, ৮ লাখের বেশি হলে আইসেন, কথা ফাইনাল করবো।
- আমাদের সমাজে মেয়ে বিয়ের নামে এখন মেয়েদের নিলামে তোলে, কোরবানির গরুর মত চলে দরকষাকষি, আর কাবিন কম হলে সমাজে নাকি মুখ দেখাতে পারবে না!
এসব ট্রেন্ড এর জন্য এখন বর্তমানে ডিভোর্স বেশি দেখা যাচ্ছে, ৮- ১০ লক্ষ টাকা কাবিন দেয়ার পর ছেলে মেয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলেই কাজ সারছে।
- মেয়ের ধমক তুই থাক আমি যাই, আর এসব এর জন্য সবচেয়ে বেশি দায়ী বর্তমান মায়েরা, কিছু হলেই মা তুই বাসায় আয় এই ছেলের ভাত তোর খাওয়া লাগবেনা,
এবার দে দেনমোহর এর ৮/১০ লক্ষ টাকা না হয় নারী নির্যাতন বা যৌতুকের মামলা দিয়ে দেয় সুন্দর করে।
মরার উপর খাড়ার গা, জেল খাটার ভয়ে ৮/১০ লাখ টাকা দিতে বাধ্য থাকে,।
🌷🌷 আমার কথা
আবার দেন মোহরের টাকা মনে করি, ধয্য করা হল ১০ লক্ষ টাকা,,, কিন্তু স্বামী র সাধ্য অনুযায়ী বউকে গহনা বাবদ ৫ লক্ষ টাকা পরিশোধ করা হলো,,, বাকি রইল ৫ লক্ষ টাকা,,, সেটা কি ভাবে শোধ করবে স্বামী,,, আর শোধ না করে,, কি ভাবে বউয়ের সাথে বাসর ঘরে যাবে,,,।
দেনমোহর পরিশোধ না করে বউকে হালাল করা যায় না,,,।
তাহলে হালাল করবো কিভাবে,,,।
আসুন সকলে আমরা মুসলিম,, তাহলে বরের সাধ্য অনুযায়ী একটা সমযোতা মুলক দেনমোহর নির্ধারন করে বউ কে হালাল করে সমাজের প্রত্তেক টা ঘর তথা পরিবারকে জান্নতের বাগিচা তৈরি করতে সচেষ্ট হই,,,))))🌷🌷
- মেয়েরাও সেই ভাবে প্রস্তুতি নিচ্ছে এখন, তোর সংসার করবো না আমার দেনমোহর এর টাকা দে, সামান্য বনিবনা না হলেই ডিভোর্স, কেউ কাউকে মানিয়ে নেয়ার চেষ্টা করেনা, আর মেয়েদের চিন্তা আলাদা হলেই একটা বড় এমাউন্ট পেয়ে যাব!
বর্তমানে ৮৫% সংসার ভাঙার পেছনে অতিরিক্ত দেনমোহর ও অন্যতম একটি কারন! 😥😥😥
- যাইহোক দামাদামি করে গরু কেনা বেচা হয়
সংসার হয় না!!🙂


0 Comments