হার্ডওয়্যার কী ?
হার্ডওয়্যার মূলত ইংরেজি শব্দ । এর বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা সচরাচর লোহালক্কর কে বুঝে থাকি।কম্পিউটারের ক্ষেত্রে যে সমস্ত উপাদানের সমন্বয়ে কম্পিউটার তৈরি যেগুলো স্পর্শ করা যায় সেসব উপাদানকে হার্ডওয়্যার বলে।কিবোর্ড ,প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, মনিটর মাউস এবং সিস্টেম ইউনিট এর যন্ত্রাংশ সমূহের সমষ্টি হল কোন কম্পিউটারের হার্ডওয়্যার ।

0 Comments